বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা, আহত এনসিপি নেতাকর্মী
ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা, আহত এনসিপি নেতাকর্মী
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা। বুধবার ১২ নভেম্বর দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ হামলায় এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মোজাম্মেল হকসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত মোজাম্মেলের হাত ভেঙে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া উপজেলা কমিটির সদস্য প্রভাষক মাসুম বিল্লাহর সঙ্গে হামলাকারীদের দস্তাদস্তি হয় এবং ছাত্র শিবিরের শিহাব উদ্দিন ও আব্দুর রউফ আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব জানান, হাসপাতালের দুর্নীতি, অনিয়ম, দালালচক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের ব্যানারে মানববন্ধনে অংশ নিতে গেলে হাসপাতালের কিছু স্টাফ ও দালালচক্রের সদস্যরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।
তারা বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানাই। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের কার্যালয়ে বসে সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও পর্যালোচনা করেন এবং ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, হামলার সময় আমি অফিস সহকর্মীদের নিয়ে টাইফয়েড টিকা (টিসিভি) কার্যক্রমে ব্যস্ত ছিলাম। হাসপাতালের বাইরে ঘটনাটি ঘটে। পরে জানতে পারি, মানববন্ধনে আসা ব্যক্তিদের স্থানীয় কিছু লোক প্রতিহত করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজন হামলাকারীকে শনাক্ত করেছি। বাকিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় রবিউল ইসলাম রবি (৫০) নামে একজন হামলাকারীকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরগঞ্জে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলতার দ্বারপ্রান্তে
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শেষের পথে এসে পেয়েছে চমকপ্রদ সাফল্য। টিকাদান কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক বাস্তবায়ন পর্যালোচনা করতে দ্বিতীয়বারের মতো উপজেলা সমন্বয় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন অগ্রগতি নিয়ে উপজেলা কো-অর্ডিনেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন জানান, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আগামী ১৩ নভেম্বর শেষ হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৭শত ২৮ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মাঠপর্যায়ে কাজ শুরু করা হয়।
তিনি বলেন, এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৬৭ হাজার ৯শত ২৮ জন ও কমিউনিটি পর্যায়ে ২৯ হাজার ৫শত ১৪ জনসহ মোট ৯৭ হাজার ৪শত ৯২ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। ঈশ্বরগঞ্জে জনগণের সচেতনতা ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক পরিশ্রমের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
ব্র্যাক স্বাস্থ্যকর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, জনগণের সহযোগিতা এবং স্থানীয় প্রশাসনের সহায়তা ছাড়া এ ধরনের বৃহৎ কর্মসূচি সফল করা সম্ভব নয়। আমরা মাঠপর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল বলেন, স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি যত বেশি প্রচার হবে, তত বেশি মানুষ উপকৃত হবে। গণমাধ্যমও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
তিনি আরো বলেন, এই টিকাদান কর্মসূচি শুধুমাত্র একটি স্বাস্থ্য উদ্যোগ নয়, এটি একটি জন আন্দোলন। যার মাধ্যমে আগামী প্রজন্মকে টাইফয়েডের মতো ভয়াবহ ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব হবে।
ইপিআই কর্মকর্তা মো. ইলিয়াস বলেন, মাঠপর্যায়ের কর্মীদের নিবেদিত মনোভাব ও নিয়মিত মনিটরিংয়ের কারণে এই কর্মসূচি সুন্দরভাবে এগিয়ে চলছে। শিশুদের টিকাদান নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাশেদ মোশারফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক ও অন্যান্য সহযোগী সংস্থার প্রতিনিধি এবং মাঠপর্যায়ের টিকাদান কর্মীরা।





লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে আটক-৫
আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান
নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুরের
মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬
ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট