

শনিবার ● ১৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির ভাইবোনছড়ায় পাহাড়ি কিশোরীকে ধর্ষণ ইস্যুতে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে এক বিশেষ গোষ্ঠীর পরিকল্পতি মিথ্যাচার ও মানিকছড়িতে মাদরাসা শিক্ষার্থী মো. সোহেলকে অপহরণের পর হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সম-অধিকার আন্দোলন।
শনিবার ১৯ জুলাই সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, খাগড়াছড়ি জেলা শাখার আয়োজিত সংবাদ সম্মেলনে মাদরাসা শিক্ষার্থী মো. সোহেলকে অপহরণের পর হত্যা ও পাহাড়ি কিশোরীকে ধর্ষণ ইস্যুতে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের জেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেন।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের জেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, মানিকছড়ি ছদরখীল এলাকায় মাদরাসা ছাত্র মো. সোহেলকে অপহরণ ও চাঁদা না পেয়ে ১৬ জুলাই নির্মম হত্যাকাণ্ডকে আড়াল করার লক্ষ্যে গত ১৬ জুলাই ভাইবোনছড়ায় একটি প্রেমঘটিত ঘটনাকে ধর্ষণ মামলায় রূপান্তরিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা চলছে।
তিনি এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট অস্ত্রধারী স্বশস্ত্র সন্ত্রাসী চক্রকে অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি অশোক মজুমদার, সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, সিনিয়র যুগ্ন সম্পাদক মো. জহির আহমেদসহ সংগঠনের নেতা-কর্মীরা এবং বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।