মঙ্গলবার ● ৩ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » খোঁজ মিলছেনা জোহরা বেগমের
খোঁজ মিলছেনা জোহরা বেগমের

ষ্টাফ রিপোর্টার :: (২০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৮মিঃ) নিজ বাসায় এবং এলাকায় সবার প্রিয় ছিলেন জোহরা বেগম(৪৮),হঠ্যত্ খোঁজ মিলছেনা তার ৷ গত শনিবার দুপুর সাড়ে ১১ ঘটিকার সময় জোহর বেগম পরিচিত এক মহিলার সাথে বাসায় থেকে বের হন তিনি ৷ এখনো কোন প্রকার খোঁজ পেলোনা এই জোহরা বেগমের ৷ রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ড পোষ্ট অফিস কলোনীর স্হায়ি বাসিন্দা ও রাঙামাটি জেলা প্রশাসক মহোদয়ের অবসর প্রাপ্ত কর্মচারী আহম্মদ ছৈয়দ এর সহ ধর্মিনি এবং রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হেলাল উদ্দীনের মাতা ৷ হেলাল জানাই শনিবার দুপুর এগারোটার সময় তার মায়ের পরিচিত এক মহিলার সাথে বাসায় থেকে বের হন তার মা, সাঙ্গে থাকা মহিলাটিকে চিনতে পারি নাই এবং জোহরা বেগমের সাথে থাকা মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে ৷ রাঙামাটি কোথয়ালী থানা সাধারণ ডায়রি করেছেন হেলাল উদ্দিন ৷ বাসায় থেকে বের হবার সময় জোহরা বেগমের গায়েঁ কালো বোরকা,সাদা ওড়না ও একটি ভ্যানিটি ব্যাগ ছিলো বলে জানাই হেলাল ৷ কোতয়ালী থানার ভারপ্তায় অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানাই আমার সবখানে আমাদের বার্তা পঠিয়েছি,এবং ঢাকায় থেকে আমরা কল লিষ্ট আনিয়েছি সেখানে শনিবার সাড়ে এগারোটার পর থেকো তার কোন কল দেখা যাচ্ছে না এবং তার সাথে থাকা মোবাইলটি বন্ধ দেখাছে ৷ আমরা আমাদের মত চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ জোহরা পরিবার ও এলাকায় বাসির অনুরোধ কোন সহৃয়বান ব্যক্তি যদি জোহরা বেগম এর সন্ধান পেলে তার (কাউন্সিলর) মোঃ মিজানুর রহমান (বাবু) কাউন্সিলর ৪নং ওয়ার্ড রাঙামাটি পৌরসভা মোবাইল ০১৮২০৩০০৯৬৪ ও (ছেলে) মোঃ হেলাল উদ্দিন ০১৮১৮৪৩০৪৬০ সাথে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে ৷





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়