

রবিবার ● ৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুলাই গণ-অভ্যুত্থানে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক স্মৃতিচারণা
জুলাই গণ-অভ্যুত্থানে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক স্মৃতিচারণা
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক স্মৃতিচারণা ও আলোচনা সভা আজ রবিবার ০৩ আগস্ট ২০২৫ তারিখ দুপুর সোয়া ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভাইস-চ্যান্সেলর মহোদয় তাঁর বক্তব্যে মেধাভিত্তিক রাষ্ট্র নির্মাণে ছাত্রদের অধিকার রক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষকদের নিয়ে আন্দোলনে যুক্ত থাকার বিষয়ে রাবিপ্রবি শিক্ষার্থীদের কাছে ধারাবাহিক বর্ণনা তুলে ধরেন। তিনি নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য ব্যানারে চট্টগ্রাম শহর ও ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে একাত্ম হয়ে সারাদেশে শিক্ষার্থীসহ জনগণের উপর দমন, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ করেন এবং জুলাই আন্দোলনে নানা প্রতিকূলতা কাটিয়ে ও আন্দোলন বেগবান করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর লেখনীর মাধ্যমে জনমত গঠনে ও আন্দোলন অব্যাহত রাখেন। তিনি রাবিপ্রবি শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরণ ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আশ্বাস প্রদান করেন। তিনি শিক্ষার্থী তথা জনসাধারণের সর্বাত্মক অংশগ্রহণে সফল হওয়া জুলাই গণ-আন্দোলনে যে নতুন বাংলাদেশ পেয়েছি তার বিনির্মাণে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে নিজেদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করার মধ্যে দিয়ে দেশ বদলের আহবান জানান।
জুলাই গণ-অভ্যুত্থানে স্মৃতিচারণা অনুষ্ঠানে রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আকতারুজ্জামান অপু, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোঃ সোহাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবিদুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শহিদুল ইসলাম মারুফ জুলাই আন্দোলনে তাদের সম্পৃক্ততার স্মৃতিচারণা করেন। এতে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ আল মতিন বাদশা প্রেজেন্টেশনের মাধ্যমে রাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণের সচিত্র উপস্থাপনা ও সঞ্চালনা করেন। স্মৃতিচারণা অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের জন্য দোয়া করা হয়।