রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম রাঙামাটি সড়কের কাউখালী এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রবিবার ২ নভেম্বর বিকেল ৩টার দিকে রাঙামাটি জেলার বেতবুনিয়া এলাকার চায়েরি বাজারে এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত বাইক আরোহী পাইশিথোয়ই মারমা (৩৩) বেতবুনিয়া এলাকায় সুইচাঅং মারমার ছেলে। তার মৃত্যু বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন কাউখালি থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ।
প্রত্যক্ষদর্শী জানান, চায়েরি বাজারে পুলিশ ফাঁড়ির সামনে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে রাউজানের একটি বেসরকারি হাসপাতালে আনা হয়।
পরে সন্ধ্যার দিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত ডক্টর তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, এই ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কাউখালি থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, আমরা ভ্যান চালকে আটক করেছি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।





রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম