মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটি কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।
মঙ্গলবার ৪ নভেম্বর বিহার পরিচালনা কমিটি দায়ক - দায়িকা উদ্যোগে দিনব্যাপী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে বুদ্ধ বন্ধনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচারণ, বুদ্ধ পূজা, ধর্ম দেশনা, পঞ্চশীল, অষ্টপরিস্কার দান, বুদ্ধ মুর্তি দান,সংঘ দান,প্রাতঃরাশ,কল্পতরুসহ নানাবিধ দান আয়োজন করা হয়।
দ্বিতীয় পর্বে বেলা ২ টায় দিকে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রার ঢাক- ঢোল বাজিয়ে মঞ্চে আনা হয়। এরপর উদ্বোধনী ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সকল প্রাণীর হিতসুখ, বিশ্বশান্তি মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহন, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান,বুদ্ধ মূর্তি দান,
কল্পতরু দান ও কঠিন চীবর দান সম্পাদন করা হয়। ধর্ম সভায় অনুষ্ঠানে সদস্য সচিব এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা ও সাচিংউ মারমা সঞ্চালনায়,রাজনিকায় মার্গে ৬ষ্ঠ মহাসংঘ নায়ক, ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে পূজনীয় বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো সভাপতিত্বে এতে প্রধান ধর্ম দেশক ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার বিহারাধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথেরো।
বিশেষ ধর্ম দেশক চিৎমরম বৌদ্ধ বিহার ওয়ানাসারা থের। দায়কদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রাঙ্গামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ,রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ক্যওশিংমং মারমা, রাজস্থলী সার্কেল সহকারী পুলিশ সুপার নুরুল আমীন চৌধুরীসহ
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,রাঙ্গামাটি জেলা মারমা ঐক্য পরিষদ সভাপতি সাজাইমং মারমা,কাপ্তাই উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা সহ আরও অনেকে।
স্বাগত বক্তব্য রাখেন কঠিন চীবর দানোৎসবে আহবায়ক মংসুইপ্রু মারমা। এই সময় তিন পার্বত্য জেলা থেকে লাখো পুণ্যার্থীর বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা দলে দলে যোগদান করার পর জগতের সকল প্রাণি হিতসুখ মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহনের পর বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে দানোৎসবে বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারিসহ লাখো দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন, ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণের পর চীবর দানের মাধ্যমে ‘মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে এবং সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের’ এমন প্রার্থনার মধ্যদিয়ে চীবর দানের সমাপ্তি ঘটে।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়