রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: চুরি-ডাকাতি বন্ধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমেদ, সিনিয়র সাংবাদিক বিপুল দাশ, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, জাতীয় নাগরিক পাটি (এনসিপির) চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক মেহেদি হাসানসহ মিরসরাইয়ের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
মানবন্ধনে বক্তরা মিরসরাইয়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান এবং আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সামাজিক সংগঠনসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এ পরিস্থিতি থেকে উত্তরণের উপর জোর দেন।
মানবন্ধনে আয়োজকদের পক্ষ থেকে চুরি প্রতিরোধে দুই থানায় হটলাইন চালু করা, পুলিশি টহল জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়। এছাড়াও নাগরিকদের সচেতনতার অংশ হিসেবে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে চুরি ডাকাতি প্রতিরোধে অবহিত করা, এলাকাভিত্তিক চুরি ডাকাতি প্রতিরোধ সেল গঠন করার সুপারিশ করা হয়।
উল্লেখ্য, গত চার মাসে মিরসরাই উপজেলায় ৩১ টি চুরি ও ১৩ টি ডাকাতির ঘটনায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে এবং শঙ্কা ও ভীতি কাজ করছে। জননিরাপত্তাহীনতায় ভুগছে মিরসরাই ও জোরারগঞ্জ থানাধীন এলাকার সাধারণ মানুষ।





চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত