সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: দশ দিন ধরে রাস্তায় ঘুরছি, কিন্তু পাম্পে গ্যাস নেই। ঘরে চাল নেই, পাম্পে গ্যাস নেই-আমরা এখন কোথায় যাবো, এভাবেই চাপা ক্ষোভ আর দীর্ঘশ্বাস ফেলে নিজের অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন রাঙ্গুনিয়া রানীরহাট সিএনজি অটোরিকশা চালক, মোঃ জাহাঙ্গীর, রাজু আমজাদ, এটি কেবল কয়একজনের আর্তনাদ নয়, গত ১০ দিন ধরে চলমান তীব্র গ্যাস সংকটে দেশের হাজার হাজার চালকের জীবন এখন ওষ্ঠাগত।
গত ১০ দিনেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন স্থানে সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে হাহাকার চলছে। ঘণ্টার পর ঘণ্টা, এমনকি কনকনে শীতের পুরো রাত পাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। ফলে অধিকাংশ চালকের আয় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনেক স্টেশনের সামনে মাইলের পর মাইল অটোরিকশার দীর্ঘ সারি সারেজমিনে চট্টগ্রাম টু রাঙ্গামাটি সড়কে দেখা গেছে, কিন্তু দীর্ঘ অপেক্ষার পর মিলছে সামান্য গ্যাস, যা দিয়ে কয়েক ঘণ্টার বেশি গাড়ি চালানো সম্ভব হচ্ছে না।
জ্বালানি বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান গ্যাস সংকটের পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে
গভীর সমুদ্রে থাকা দুটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের মধ্যে একটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে।
শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় পাইপলাইনে গ্যাসের চাপ প্রেসার কমে যায়। এছাড়া রান্নার কাজে এবং শিল্প-কারখানায় গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় সিএনজি স্টেশনগুলোতে সরবরাহ সংকুচিত করা হয়েছে। অনেক ক্ষেত্রে জাতীয় গ্রিডের পাইপলাইনে সংস্কার কাজ চলার কারণেও সরবরাহ সাময়িকভাবে বন্ধ বা সীমিত রাখা হচ্ছে।
চালকদের অভিযোগ, সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও ৩০০ টাকার গ্যাসও পাওয়া যাচ্ছে না। মালিকের জমা দেওয়া, পরিবারের খাবার কেনা এবং নিজের খরচ মেটানো এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক চালক কিস্তিতে গাড়ি কিনে এখন ঋণের চাপে দিশেহারা।
ভুক্তভোগী কাউখালী সিএনজি চালক আমজাদ হোসেন জানান, সিএনজি স্টেশনে গ্যাস না থাকায় তারা রাস্তায় গাড়ি নামাতে পারছেন না। এতে একদিকে যেমন সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে চালকরা পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনাল মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে। এটি ঠিক হয়ে গেলে সরবরাহ আবার স্বাভাবিক হবে। তবে ঠিক কতদিন পর পরিস্থিতি পুরোপুরি ঠিক হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস এখনো পাওয়া যায়নি।





মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার