শনিবার ● ২৮ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের থানছিতে খাদ্যসংকট মোকাবিলায় উদ্যোগ গ্রহণ
বান্দরবানের থানছিতে খাদ্যসংকট মোকাবিলায় উদ্যোগ গ্রহণ

মোহাম্মদ আব্দুর রহিম, বন্দরবান প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) বান্দরবানের থানছি উপজেলার খাদ্য সংকট মোকাবিলার লক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ২৮ মে শনিবার সকালে ১০০ মেট্টিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে৷ এর আগে বান্দরবান জেলা প্রশাসন থেকে দুই দফায় ৪৬ মেট্টিকটন চাল বরাদ্দ দেয়া হয়৷
এসব ত্রাণের চাল জরুরি ভিত্তিতে খাদ্যসংকট এলাকাসমুহে পৌঁছাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ প্রয়োজনে ব্যবহার করা হবে সেনাবাহনিীর সহায়তায় হেলিকপ্টারও৷ তিন্দুর ইউপি চেয়ারম্যান মংপ্রু মারমা এবং রেমাক্রি ইউপির চেয়ারম্যান রণি মারমা জানান, তাদেরইইনয়নের দুর্গম ও খাদ্যসংকট এলাকাসমুহে শুক্রবার থেকে ত্রাণের চাল পাঠানোর কাজ শুরু হয়েছে৷
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, গত বছর খড়া ও অনাবৃষ্টির কারণে থানছি উপজেলার দুর্গম এলাকাসামুহে জুমচাষ তেমন হয়নি৷ ফলে গত মার্চ মাস থেকে খাদ্যাভাব দেখা দিয়েছে৷ আগামী অক্টোবর মাস পর্যন্ত খাদ্যভাব প্রবণ এলাকাসমুহে সরকারি ভাবে চাল বিতরণ করা হবে ৷ এ ছাড়াও বিশেষ ভিজিএফ এবং ভিজিডি কর্মর্সুচিও চালু করা হবে দ্রুত সময়ের মধ্যেই ৷ জেলা প্রশাসক জানান, ইতিমধ্যেই অভাবগ্রস্ত ২হাজার ৩০০ পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে ৷ প্রয়োজনে এ তালিকা সমপ্রসারণ করা হবে ৷
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি সাংবাদিকদের জানান, জেলায় খাদ্য সংকট নেই, প্রতিকুল আবহাওয়ার কারণেই গত বছর পাহাড়ে জুমচাষ কম হওয়ায় সামকিভাবে এ সমস্যা দেখা দিয়েছে ৷ তবে সরকার থানছি উপজেলার দুর্গম এলাকাসমুহে খাদ্যসংকট নিরসনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করেছে ৷ পর্যায়ক্রমে সরকারি গৃহিত কার্যক্রম বাস্তবায়িত হবে ৷





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়