মঙ্গলবার ● ৩১ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের আবেদন যাচাই বাচাই চলবে ৩০ জুন পর্যন্ত
অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের আবেদন যাচাই বাচাই চলবে ৩০ জুন পর্যন্ত
নির্মল বড়ুয়া মিলন :: (১৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১১.১০মিঃ) অনলাইন গণমাধ্যমের অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেওয়ার সকল কাগজ পত্র যাচাই বাচাই চলছে, আগামী ৩০ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে। যে সব আবেদনের সাথে সরকার নির্ধারিত কাগজ পত্র কম থাকবে বা কম পাওয়া যাবে সে সব মালিকদের কাছে ফোন করে তাদের কাগজ পত্র জমা দেয়ার কথা জানিয়ে দেয়া হবে। সরকার ঘোষিত সর্বশেষ তারিখের ভিতর অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেন ১৯০০ পোর্টাল মালিক, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের সহকারী তথ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
অনলাইন গণমাধ্যম (নিউজ পোর্টাল) নিবন্ধনের তিন দফা মেয়াদ বাড়ানো শেষে গত ২৯ ফেব্রয়ারী সোমবার পর্যন্ত নিবন্ধনের জন্য কাগজপত্র জমা নেয় তথ্য অধিদফতর।
অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকগণের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেন সরকার। এতে ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত নিবন্ধন আবেদন ফরম তথ্য অধিদফতরে জমা দেন পোর্টাল মালিকরা।
অনলাইন গণমাধ্যম নিবন্ধনের জন্য প্রথম তারিখ সরকারের ঘোষিত সময় ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য প্রথমবার ১৫ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় দেওয়া হয়েছিল।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন