বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিলাইছড়িতে কৃষকদের ফল চাষ বিষয়ক প্রশিক্ষণ ও চারা বিতরণ
বিলাইছড়িতে কৃষকদের ফল চাষ বিষয়ক প্রশিক্ষণ ও চারা বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: (৩০ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১০মিঃ) রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিশ্র ফল বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপকারভোগী ৭২টি পরিবারের কৃষক-কৃষানীদের ফল চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে৷
রাঙাামাটি কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সহযোগিতায় ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ কর্মশালা শেষে তাদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া৷
বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ বিভাগের উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার, ৩ নং ফারুয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজলা সিএইচটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি শান্তি বিজয় চাকমা উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় এখনও অনেক পতিত জমি রয়েছে৷ সেখানে সঠিক ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে ফল ও ফলদ বৃক্ষের বাগান স্থাপন করে পতিত জমি চাষের আওতায় আনার সুযোগ রয়েছে৷ এতে ফল উত্পাদন বৃদ্ধি পাবে যা এ জেলার বসবাসরত মানুষের দারিদ্র্য বিমোচনে বিরাট অবদান রাখবে৷ বক্তরা বলেন, প্রকৃতিতে যত প্রকার খাদ্য দ্রব্য উত্পাদিত হয় তার মধ্যে ফলই বেশি পুষ্টিকর এবং সুস্বাদু৷ এর মধ্যে রয়েছে মানব দেহের প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান৷ সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে সুষম খাদ্য তথা ফলের গুরম্নত্ব্ব অপরিসীম৷ তাই দানা জাতীয় খাদ্য উত্পাদনের পাশাপাশি ফলের উন্নয়নে সমগুরুত্ব্ব আরোপ করা প্রয়োজন৷
বক্তরা বলেন, জাতীয় অর্থনীতিতে তথা দারিদ্র্য বিমোচনে ফল ও ফলদ বৃক্ষের অবদান অত্যনত্ম গুরুত্বপূর্ণ৷ উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ফল চাষ করলে আমাদের দেশ হবে উন্নত৷ কাজেই স্বল্প পরিসরে ফল চাষ করে দারিদ্র্য বিমোচন সম্ভব৷





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়