বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » কক্সবাজার » উচ্চশিক্ষা প্রসারে জাতীয় পদক পেলেন অধ্যক্ষ এম. ফজলুল করিম
উচ্চশিক্ষা প্রসারে জাতীয় পদক পেলেন অধ্যক্ষ এম. ফজলুল করিম
সংবাদ বিজ্ঞপ্তি :: উচ্চতর শিক্ষা প্রসারে বলিষ্ট ভূমিকা রাখায় দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ অধ্যক্ষ এম. ফজলুল করিম কে “জাতীয় পদক” দিয়ে সম্মানীত করেছেন ঢাকা ভিত্তিক “কাব্যকথা সাহিত্য পরিষদ ও জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংসদ”৷
২৭ জুলাই পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হল, শাহবাগ, ঢাকায় দিনব্যাপী “জাতীয় সাহিত্য উত্সব-২০১৬” ও সম্মাননা অনুষ্ঠানে কাব্যকথা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান প্রাকৃতজ কবি শামিমরুমি টিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় উত্সবে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী৷ অন্যান্যদের মধ্যে উদ্বোধক- সি এম তোফাইল সামি, সম্মানিত অতিথি- রফিকুল হক দাদু ভাই, প্রধান আলোচক- কবি নাসির আহমেদ৷ স্বাগত ভাষণ দেন- কবি মিলন সব্যসাচী৷
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী৷ অন্যান্যদের মধ্যে উদ্বোধক- একুশে পদকে ভূষিত জাতিসত্তার কবি মুহম্মদ নূরম্নল হুদা, সম্মানিত অতিথি- বিচারপতি সিকদার মকবুল হক, প্রধান আলোচক- কবি রবীন্দ্র গোপ, এ অধিবেশনে স্বাগত ভাষণ দেন- কবি আসলাম সানী৷ এ ছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ সদস্য, সচিব, আইনজীবি ও দেশ বরেণ্য কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন৷
এদিকে ঢাকাস্থ কাব্যকথা সাহিত্য পরিষদ ও জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংসদ অধ্যৰ এম. ফজলুল করিমকে জাতীয় পদক দিয়ে সম্মানীত করায় তিনি উখিয়া কলেজে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের প্রতি সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন৷





চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে
নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী
উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩