বুধবার ● ১০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় হরতাল পালিত
মাটিরাঙ্গায় হরতাল পালিত
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি ::(২৬ শ্রাবণ ১৪২: বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৪.২০মিঃ) পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন-২০১৬ আইন বাতিলের দাবিতে মাটিরাঙ্গায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতৃত্বে হরতাল কর্মসুচী পালিত হয়েছে৷
বৃষ্টিকে উপেক্ষা করে ১০ আগষ্ট বুধবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আহুত হরতাল কর্মসুচীকে সফল করতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদসহ বাঙ্গালীদের অন্যান্য সংগঠনগুলোর কর্মী ও সমর্থকদের ব্যাপক তত্পরতা ছিল শহরের মোড়ে মোড়ে৷ সংগঠনগুলোর নেতাকর্মীরা হরতাল কর্মসূচি সফল করতে মাটিরাঙ্গার প্রধান সড়কসহ তবলছড়ি রাস্তার মোড়,হাসপাতাল মোড়, ১০নং ইসলাম পুর ,বাইল্যাছড়ি,মুসলিম পাড়া,খেদাছড়া এলাকার মোড়েও অবস্থান নেয়৷ সকাল থেকে কোন ধরণের যানবাহন চলাচল ও কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি৷
হরতালের বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ সভাপতি মো: রবিউল হোসেন ও পৌর কমিটির আহবায়ক জালাল আহম্মদ,হরতালে দোকানপাট বন্ধ রাখায় ব্যাবসায়ীদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে বলেন,মন্ত্রিসভায় পাস হওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিল করতে হবে অন্যথায় সংশোধনী আইন-২০১৬ এর কারণে পার্বত্যাঞ্চলে বাঙ্গালীরা ভূমির অধিকার হারাবে এবং ভুমিকে কেন্দ্র করে পার্বত্যাঞ্চলের বসবাসরতদের মধ্যে রক্তপাত ও সংঘর্ষ বৃদ্ধি পাবে৷
প্রসঙ্গত,১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন-২০১৬) আইন পাস করা হয়৷ সংশোধিত এ আইন বাতিলের দাবিতে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এ তিন পার্বত্য জেলায় বাঙালি সংগঠনগুলো মিছিল ও মানববন্ধন পালন করে৷ ওই কর্মসূচি থেকে ১০ আগস্ট (আজ) তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ডাক দিয়েছিল সংগঠনগুলো৷





ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ
আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি