বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » ধর্ম » বিশ্বনাথে প্রতিমা তৈরীতে ব্যস্থ শিল্পীরা
বিশ্বনাথে প্রতিমা তৈরীতে ব্যস্থ শিল্পীরা
মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: হিন্দু ধর্মের সব চেয়ে বড় উত্সব শারদীয় দূর্গাপূজা৷ পূজার আর মাত্র কিছু দিন বাকি থাকলেও সিলেটের বিশ্বনাথ উপজেলায় র্দূগা পূজার ব্যাপক প্রস্তুতি চলছে৷ শেষ মূর্হুতে প্রতিটি পাড়া-মহল্লায় চলছে প্রতিমা তৈরির ধুম৷ দিন-রাত সমান তালে করে প্রতিমা তৈরি করে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পিরা৷ এখন শুধু বাকি রয়েছে প্রতিমায় রং তুলির কাজ৷ আগামী ২/৩ দিনের মধ্যে রং তুলির কাজ শুরু হবে বলে প্রতিমা শিল্পীরা জানান৷ পূজা আসলেই প্রতিমা তৈরি শিল্পীদের কদর৷ পূজা চলে গেলে তাদের কদর কমে যায়৷ এদের ভাগ্যের কোন পরিবর্তণ হয় না৷ পায় না কোন সরকারি সাহায্য সহযোগীতা৷
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,বিভিন্ন মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ৷ অনেক প্রতিমা শিল্পীরা বাড়িতে চলে গেছেন৷ দুই একদিন পর প্রতিমা শিল্পীরা এসে রং তুলির কাজ করবেন৷ উপজেলার আট ইউনিয়নে এবছরে ৩১টি পূজা মন্ডপে পূজা অনুষ্টিত হবে বলে জানাগেছে৷
এদিকে, উপজেলায় প্রায় ১১টি মন্ডপ ঝুকিপূর্ণ বলে জানাগেছে৷ গত বছরেও এসব মন্ডপগুলো ঝুকিপূর্ণ ছিল৷ তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ এবছরও শান্তিপূর্ণভাবে পূজা পালন হবে বলে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান৷
প্রতিমা তৈরি শিল্পিরা জানান, এসব পূজা মন্ডপে প্রতিমা সরবারহ করতে প্রতিমা তৈরিতে ব্যসত্ম সময় পার করছেন তারা৷ তাই খাওয়া-দাওয়া শেষে আরাম করার সময়টুকুও তাদের নেই৷ তারা জানান, বাঁশ ও খড় দিয়ে প্রতিমা অবকাঠামো তৈরির পর মাটি দিয়ে প্রলেপ দিচ্ছেন শিল্পিরা৷ বছরের এই সময়টা ব্যসত্মতায় কাটলেও অন্য সময় তাদের হাতে থাকেনা কাজ৷ কিন্তু কঠোর পরিশ্রম করেও তাদের কাটাতে হয় মানববেতর জীবন৷ তাই অনেকেই বাধ্য হয়ে বাপ-দাদার এই পেশা টিকে রেখেছেন কোন রকমে৷ কেহ কেহ এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে৷
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জয়নত্ম আর্চায্য জানান, এবছরে ব্যক্তিভাবে ৭টি মন্ডপে ও সার্বজনীন ২৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে৷ শানত্মিপূর্ণভাবে ধর্মীয় উত্সব পূজা পালন করার জন্য তিনি আহবান জানান৷
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, উপজেলার প্রতিটি পূজামন্ডপে ৫শত কেজি করে চাল বরাদ্দ দেয়ার সিদ্বান্ত গৃহিত হয়েছে৷ পূজায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে৷ এবার ৩১টি মন্ডপে পূজা উদযাপন হবে বলে তিনি জানান৷





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
১৪৪৬ হিজরী রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি
হরিনা অমৃতধাম বিহারে বুদ্ধ মূর্তি দান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত