মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
এম বাবুল, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাইয়ে ওয়াগ্গা ইউনিয়নের দুর্গম নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে ২য় তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠিত নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে পরিচালনা কমিটি ও দায়ক- দায়িকা উদ্যোগে বিহার প্রাঙ্গণে অনুষ্ঠানে সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা গাথা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদানসহ নানাবিধ দানের আয়োজন করা হয়।
দ্বিতীয় পর্বে বেলা আড়াই টা দিকে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রার মাধ্যমে মঞ্চে আনা হয়। এরপর উদ্বোধনী ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সকল প্রাণীর হিতসুখ সুখ, বিশ্বশান্তি মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহন, কল্পতরু দান ও কঠিন চীবর দান সম্পাদন করা হয়।ধর্মীয় সভায় নোয়াপাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত পুঃঞাওয়াইন্সা মহাথেরো সভাপতিত্বে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন, রাজনিকায় মার্গে ৬ষ্ঠ মহাসংঘনায়ক, ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের পূজনীয় বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, ডলুইছড়ি বৌদ্ধ বিহার অধ্যক্ষ তিষা মহাথেরো।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিহার থেকে ভিক্ষু সংঘ, নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেম্বার ঞোলাপ্রু মারমা,সহ সভাপতি উসাথোয়াই কার্বারি,সাধারণ সম্পাদক ম্রাথোয়াই মারমা, সাংগঠনিক সম্পাদক দুংচিংমং মারমা,
বাশিংমং মারমা সহ এলাকার দায়ক দায়িকা প্রমুখ।
এ অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক সামাজিক মিলনমেলায় পরিণত হয়।





মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত
কাউখালীতে দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
কাপ্তাইয়ে বরইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান পালন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
কাপ্তাইয়ে ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার কঠিন চীবর দান পালন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার