বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেটে কুসংস্কার এর বলি : মায়ের হাতে শিশু হত্যা
সিলেটে কুসংস্কার এর বলি : মায়ের হাতে শিশু হত্যা
সিলেট জেলা প্রতিনিধি :: (৪ কার্তিত ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.৪৮মি.) কুসংস্কার আর অন্ধবিশ্বাসের বলি এক মাসের শিশু, হত্যার অভিযোগ আবার তার নিজ মায়ের উপর ।
অসুস্থ স্বামীকে সুস্থ করে তুলতে সিলেটের কানাইঘাটে নিজের গর্ভজাত ৩৫ দিন বয়সী কন্যা সন্তানকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পুলিশ ৫ সন্তানের জননী সুফিয়া বেগমকে (৩৬) গ্রেফতার করেছে।
উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, কাড়া বাল্লা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী সুফিয়া বেগমের ৩৫ দিনের শিশু কন্যা তাহমিনা জান্নাত মাইশার লাশ পুকুরে পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।
এ সময় পুলিশ মাকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জিজ্ঞাসাবাদে সুফিয়া বেগম একেক সময় একেক কথা বলে।
সুফিয়া বেগমের বরাত দিয়ে ওসি জানান, তার (সুফিয়া) স্বামী আব্দুর রহিম দীর্ঘদিন ধরে অসুস্থ। স্বামীকে সুস্থ করে তুলতে কবিরাজের কথা মতো সে মাইশাকে পুকুরে ফেলে হত্যা করে থাকতে পারে। শিশু মাইশার পায়ের তালুর এক টুকরো মাংস নেই বলে ওসি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
শিশু মাইশার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুফিয়াকে আটক করে ১৮ অক্টোবর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। প্রয়োজনে তাকে রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।
সুফিয়া বেগম জানিয়েছেন, রবিবার গভীর রাতে তিনি স্বপ্নে দেখেন-তার মেয়ে তাহমিনা জান্নাত মাইশার লাশ বাড়ীর পুকুরে পড়ে রয়েছে। স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে শোর চিৎকার শুরু করলে প্রতিবেশি ও স্থানীয় লোকজন শিশু মাইশার লাশ পুকুর থেকে উদ্ধার করেন। (ছবি সংগৃহিত)





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪