বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়ির দুরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড
বাঘাইছড়ির দুরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড
বাঘাইছড়ি প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০২মি.) রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে আগুন লেগে প্রায় ২৩০ টি দোকান ও ৮১ টি বসত বাড়ি ভস্মীভূত হয়েছে৷ এ সময় শিলা শাহা (৫৫) নামে ১জন মহিলা আহত হয়েছে ৷ ২০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার দূরছড়ি বাজারের এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷
বাঘাইছড়ি উপজেলা খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা জানান, বেলা ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারে লেপ তোষকের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়৷ এসময় আগুন বাজারের চারপাশে ছড়িয়ে পড়ে৷ পুড়ে যায় বাজারের সব কয়টি দোকান৷
খবর পেয়ে লংগদু উপজেলার মাইনী সেনাজোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. আব্দুল আলিমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকে৷ পরে খাগড়াছড়ি জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ খবর দিলে সেখান থেকে একটি ইউনিট চলে আসে পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগনের সহযোগিতায় ৩ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷
লংগদু উপজেলার মাইনী সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আব্দুল আলিম জানান, স্থানীয় লোকজনের ঐক্যবদ্ধ সহযোগিতার কারণে দূরছড়ি বাজারে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে নিরুপন করা যায়নি বলে জানান স্থানীয়রা, তবে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়