শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে বিদ্যালয় ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ শ্রেণীকক্ষ দখল করে নির্মান সামগ্রীর গোডাউন
আলীকদমে বিদ্যালয় ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ শ্রেণীকক্ষ দখল করে নির্মান সামগ্রীর গোডাউন
![]()
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০০মি.)বান্দরবানের আলীকদমে দুইটি বিদ্যালয় ভবনের নির্মাণ কাজে ব্যাপক দুর্ণীতির অভিযোগ পাওয়া গেছে৷ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)র তত্ত্বাবধানে ও পিইডিপি-৩ এর অর্থায়নে এসব বিদ্যালয় নির্মাণের কাজ চলছে৷ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এনে বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) ও স্থানীয় লোকজন লিখিত অভিযোগ করলেও হালে বিষয়টি আমলে নেয়নি কর্তৃপক্ষ৷
প্রাপ্ত অভিযোগে প্রকাশ, উপজেলার অসতি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে আলীকদম এলজিইডি গত ৯ জুন টেন্ডার আহ্বান করে৷ এ বিদ্যালয়ের প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ৬৫ লক্ষ টাকা৷ এলাকাবাসী অভিযোগ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মার্মা এন্টারপ্রাইজের লোকজন কাজের শুরুতেই খোয়ার জন্য নিন্মমানের ইটের আধলা মজুত করেন৷ বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ দখল করে সিমেন্ট, রড ও মালামাল রাখেন৷
অভিযোগের সূত্রধরে সরেজমিনে গেলে দেখা যায়, ভবনের ব্যাজের সলিং, ৩ ইঞ্চি সিসি ডিজাইনে থাকলেও তা করা হয়নি৷ বিদ্যালয়ের ভিত্তিতে ১৫ ইঞ্চি পুরম্নত্বের জায়গায় ১০-৮ ইঞ্চি ঢালাই করা হয়েছে৷ ব্যাজের ডিজাইন মোতাবেক দৈর্ঘ্য ও প্রস্থ মাপকাঠিতেও করা হয়েছে নয়-ছয়৷ আরসিসি ঢালাইতে কংক্রিট মিশ্রণের অনুপাত ১ঃ২ঃ৪ স্থলে ১ঃ৬ঃ১২ করা হয়েছে৷ নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে মানহীন খোয়া৷ তাছাড়া নির্মাণ কাজে যেসব রড ব্যবহার করা হচ্ছে তা মানসম্মত নয়৷
এসএমসির সভাপতি মো. ওসমান গনিসহ ৩৭ জন এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর বিদ্যালয়ভবনের লে-আউট দেওয়ার সময় এসএমসিকে অবহিত করা হয়নি৷ নির্মাণ শ্রমিক থাকার এবং নির্মাণ সমগ্রী রাখার জন্য বিদ্যালয়ের ক্লাসরূম দখল করে নেয় সংশ্লিষ্ট ঠিকাদার৷ এতে ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় বিঘ্ন ঘটার কথাও অভিযোগে উলেস্নখ আছে৷
একই অভিযোগ, আমতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের ক্ষেত্রেও৷ পৃথক অভিযোগে এসএমসি সভাপতিসহ ৩৩ জন এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, ঠিকাদারী প্রতিষ্ঠান মি.ইউটি মং এর লোকজন এ বিদ্যালয়ের দ্বিতীয় তলার কাজ শুরু করেন কমিটির অনুমতি ছাড়াই৷ স্থানীয় ব্রিকফিল্ড থেকে অতিনিন্মমানের আধলা নিয়ে খোয়া করে পিলার ও সিঁডি ঢালাইয়ে ব্যবহার করা হয়৷ নির্মাণ শ্রমিকরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্কুলমাঠের কর্ণারে স্থাপিত ওয়াশবস্নকটি ভাঙ্গলে এর প্রতিবাদ করায় ঠিকাদার প্রতিনিধি আবুবক্করের ইন্ধনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদাদাবীর অভিযোগ আনা হয়৷ পরে ওই প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিতও করা হয়৷
স্থানীয় অভিযোগ করেন, এলজিইডি থেকে সঠিকভাবে কাজগুলো তদারকি করা হচ্ছে না৷ অভিযোগ দেওয়ার পরও বিষয়টি আমলে নেয়নি কর্তৃপক্ষ৷
এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার মইনু মার্মা বলেন, অসতি পাড়া স্কুলের কাজটি আমার পার্টনার করতেছে৷ স্কুলের ক্লাসরূম দখল করে মালামাল রাখার বিষয়টি আমি জানি না৷ কেউ করে থাকলে ঠিক করেনি৷ মি. ইউটি মং বলেন, আমার কাছ থেকে স্থানীয় একজন ঠিকাদার কাজটি কিনে নেন৷ তবে নিয়মমাফিক কাজ না করলে এটি আমি খতিয়ে দেখবো৷ তাছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যেসব অভিযোগ আনা হয়েছে সে সম্পর্কে আমরা জানি না৷
উপজেলা প্রকৌশলী হেলালুর রহমান বলেন, অভিযোগ সম্পর্কে অবহিত হওয়ার পর ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে৷ বিদ্যালয়ের দখল করা শ্রেণিকক্ষ ছেড়ে দিতে বলা হয়েছে৷ নিন্মমানের খোয়া মজুদের বিষয় স্বীকার করে তিনি বলেন, সেগুলি অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷





রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন