সোমবার ● ২১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার আর নেই
বিশ্বনাথে মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার আর নেই
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৩মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার (৭০) আর নেই। তিনি ২০ নভেম্বর রবিবার বিকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। ২১ নভেম্বর সোমবার সকালে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্তা) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক’র নেতৃত্বে থানার একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক কমান্ডার তৈয়ব আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ছৈইফ উল্লাহ, মুক্তিযোদ্ধা মকদ্দুছ আলী, উস্তার আলী, আপ্তাব আলী, উস্তার আলী, ওয়াব আলী, মাহমদ আলী, আলকাছ আলী, আরফান আলী, খাজাঞ্চী ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ সিরাজ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন ও এলাকার মুরব্বি তেরা মিয়া মিয়াসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার দীর্ঘদিন যাবৎ কিডনী রোগ ও ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে।





গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু
কাইন্দ্যা এগজ্যাছড়িতে মহা সংঘদান পূণ্যানুষ্ঠানে জুঁই চাকমার অংশ গ্রহন
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার