রবিবার ● ২৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুতে আন্তর্জাতিক বই দিবস পালন
লংগদুতে আন্তর্জাতিক বই দিবস পালন
লংগদু প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.২৮মি.) “পৃর্থিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, শ্রেষ্ঠ মানুষ মা, শ্রেষ্ঠ পেশা শিক্ষকতা শ্রেষ্ঠ বন্ধু বই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি সেনা মৈত্রী উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক বই দিবস পালনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির পুরস্কার বিতরন ও বই পড়ার গুরুত্ব বিষয়ক সেমিনার ২৩ এপ্রিল রবিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রাঙামাটি জেলা পরিষদ সদস্য মো. জানে অালম।
প্রধান অতিথি বলেন পৃর্থিবীতে বই-ই হলো মানুষের আসল বন্ধু। বই কখনো মানুষের সাথে বেঈমানি করেনা তাই ছাত্র-ছাত্রীরা তোমারা বেশি করে বই পড়বে, এখনই তোমাদের পড়া-লেখা করার মূল্যবান সময়। ছাত্র জীবনে যা অর্জন করবা কর্মজীবনে তার ফল ভোগ করতে পারবে।
এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল হোসেন মালেন, উত্তর ইয়ারাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুমিত্র চাকমা, সরোয়ার অালম মিলন ও ছাত্র মো. রাসেল।
বিশেষ অবদান রাখায় স্থানীয় বিভিন্ন বিভাগে ১০ জনকে সম্মাননা প্রদান করেন। পাঠাভ্যাসে ৫৬ জন বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরন করেন।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়