বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বিএনপি’র নেতৃবৃন্দের প্রতিনিধি সভা
বান্দরবানে বিএনপি’র নেতৃবৃন্দের প্রতিনিধি সভা
বান্দরবান প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.২১মি) বান্দরবান পার্বত্য জেলায় উপজাতীয় বিএনপি’র নেতৃবৃন্দের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে বুধবার সকালে বান্দরবান সাবেক রাজপুত্র চহ্লাপ্রু জেমীর বাসভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপি’র সভাপতি সাচিংপ্রু জেরী। এছাড়া সিনিয়র সহ-সভাপতি ক্যা হ্লা উ চৌধুরী, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ বিএনপি’র উপজাতীয় তৃনমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে আমরা বান্দরবানে সংসদ সদস্য হিসেবে আমাদের প্রার্থীকে অবশ্যই জয়ী করতে চাই। আর এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। তারা বলেন, বান্দরবানে বর্তমানে বিএনপি’র সর্মথক আগের তুলনায় অনেক বেশি। এবং তারা আমাগী নির্বাচনে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।





রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার : সম্প্রীতির কোনো বিকল্প নেই
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান