বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে পাহাড় ধ্বসে নিহত পরিবারের মাঝে অর্থ প্রদান
কাউখালীতে পাহাড় ধ্বসে নিহত পরিবারের মাঝে অর্থ প্রদান
কাউখালী প্রতিনিধি :: (২ ভাদ্র ১৫২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৬মি.) কাউখালী উপজেলায় গত ১৩ জুন প্রবল বর্ষণ, পাহাড়ী ঢলে সৃষ্ঠ বন্যায় পাহাড় ধ্বসে নিহত ১২ পরিবারের মাঝে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে কাউখালী উপজেলা প্রশাসনের সহায়তায় ১৭ আগষ্ট বৃহস্পতিবার সকালে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
সুত্র জানায়, কাউখালী উপজেলার চারটি ইউনিয়নে গত ১৩ জুন পাহাড় ধ্বসে মোট ২২জন লোক প্রাণ হারায়। উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের বাড়িঘর, ফলজ বাগান, বনজ বাগান ও গৃহপালিত পশু পাখির ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয়। তার মধ্যে পাহাড় ধ্বসে নিহত ২২জনের ১২ পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রনালয় হতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে কাউখালী উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় প্রতি মৃত ব্যাক্তির পরিবারকে ২ বান ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা ও চেকের মাধ্যমে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় নিহত পরিবারের সদস্যদের হাতে নগদ টাকা ও ঢেউটিন তুলে দেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা। এ সময় উপস্থিত ছিলেন ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ মাষ্টার, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান খইচাবাই তালুকদার, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধনকুমার চাকমা ও কাউখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. ওমর ফারুক প্রমুখ।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়