শনিবার ● ৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাসহ চিকিৎসা ভাতা প্রদান
ঝালকাঠিতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাসহ চিকিৎসা ভাতা প্রদান
ঝালকাঠি প্রতিনিধি :: (২৩ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) ঝালকাঠিতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রতিবন্ধী শিশুদের হাতে নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা সহায়তার জন্য ১৫ জনকে পাঁচ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা এবং ৬২জনকে শিক্ষা সহায়তার জন্য ছয় লাখ ২০০ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এক সময় প্রতিবন্ধীদের অবহেলার চোখে দেখা হতো। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে তাদের প্রতি বিশেষ নজর দিয়ে ভাতা প্রদানসহ নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। এখন আর প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বিভিন্ন ক্ষেত্রে তারাও অবদান রাখছে। এখন আর কেউ অভুক্ত থাকছে না। প্রতিবন্ধীদের মূল স্রোতে নিয়ে আসার জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রুহুল আমিন সেখ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া।





ঝালকাঠিতে সাবেক মেয়র রানা আটক
ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ঝালকাঠিতে হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ
মায়ের মোবাইল আসক্তিতে শিশুর মর্মান্তিক মৃত্যু
বিজয় মেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অস্বস্তিতে দর্শনার্থীরা
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
ঝালকাঠিতে জীবন সংকটে প্রতিবন্ধী রিমন
ঝালকাঠিতে ওসমান হাদীকে গুলির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠিতে অবহেলায় দিন কাটছে ৭৫ বছরের সেকেন্দার আলী
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার