শনিবার ● ১৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে উন্নয়ন মেলার সমাপনী
ঠাকুরগাঁওয়ে উন্নয়ন মেলার সমাপনী
ঠাকুরগাঁও প্রতিনিধি :: (৩০ পৌষ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৯মি.) ঠাকুরগাঁওয়ে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রাতে শহরের জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি) হল চত্ত্বরে উন্নয়ন মেলার সমাপনীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহরুল হক, সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার দেওয়ান লালন আহাম্মেদ বাপ্পি, সদর উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাবমানিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
মেলায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে অংশগ্রহকারী ৮০টি ষ্টলকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহাম্মেদ বাপ্পি সঙ্গিত পরিবেশন করেন।
উল্লেখ্য যে, “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানে গত ১১ জানুয়ারি বিডি হল চত্ত্বরে উন্নয়ন মেলা উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহা-পরিচালক আনোয়ার হোসেন। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় হয়। মেলায় জেলার বিভিন্ন স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৮০টি স্টল অংশগ্রহন করে।





সরকারের মেগাপ্রজেক্টগুলো মেগা দুর্নীতির জন্য করা হয়েছে : মির্জা ফখরুল
দলীয় প্রতীকে নয়,স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে : মির্জা ফখরুল
সরকার নামে লকডাউন দিয়েছে আড়ালে তারা ক্রাকডাউন : মির্জা ফখরুল
প্রকাশ্যে রাস্তায় নার্সকে কুপিয়ে হত্যা
ঠাকুরগাঁওয়ে বিএনপি’র মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে বিএনপির ১৪ নেতা-কর্মী গ্রেফতার
ঠাকুরগাঁও হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে গণশুনানী
ঠাকুরগাঁওয়ে ড্রিমল্যান্ড স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী
বিশেষ ক্ষমতা আইনে ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ৯জন গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ১ স্কুলছাত্র নিহত