শুক্রবার ● ৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » বিবিধ » উখিয়ায় বৌদ্ধ শ্মশানে সীমানা প্রাচীর নির্মাণে বাধাঁ : পরিদর্শনে বৌদ্ধ নেতৃবৃন্দ
উখিয়ায় বৌদ্ধ শ্মশানে সীমানা প্রাচীর নির্মাণে বাধাঁ : পরিদর্শনে বৌদ্ধ নেতৃবৃন্দ

বিশেষ প্রতিবেদক:: উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রম্নমখাঁ পশ্চিম বড়ুয়াপাড়ার শত বছরের পুরোনো বৌদ্ধ শ্মশানের পবিত্রতা রৰার্থে সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধাঁ দেওয়ার ঘটনায় একাধিক অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকায় সংবাদ পরিবেশনের পর ৪ ডিসেম্বর উপজেলা ও জেলার বৌদ্ধ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এ সময় নেতৃবৃন্দরা ৰোভ প্রকাশ করে বলেন, অবৈধ দখলদারীত্বের হাত থেকে রৰা সহ ২/৩ শত বত্সরের পুরোনো শ্মশানের পবিত্রতা রৰার্থে সীমানা পিলার অনুযায়ী সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধাঁ প্রদান সহ শ্মশানের মৃত ব্যক্তির কবর তথা সমাধির উপর দিয়ে গাড়ী চালানো এটা কোন ধরণের সমাজ ব্যবস্থা ?
জানা যায়, জালিয়াপালং ইউনিয়নের পূর্ব লম্বরীপাড়া গ্রামের জাফর মিয়ার পুত্র মাহমুদুল হক জনচলাচলের রাসত্মা বন্ধের দাবীতে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখা হয়৷ সেই বিষয়ে জানতে চাইলে উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পরিমল বড়ুয়া বলেন, প্রত্যৰদশর্ী হিসেবে পুরোনো সীমানা পিলার, কবর এবং পাশর্্ববতর্ী বৌদ্ধ বিহারের জোত জায়গা স্বত্ত্বেও শ্মশানে কবরের উপর দিয়ে গাড়ী চালানো সহ রাসত্মার দাবী করা এটা সম্পূর্ণ বেআইনী কর্মকান্ড ছাড়া আর কিছু নয়৷
বাংলাদেশ বৌদ্ধ সমিতি, কঙ্বাজার জেলা শাখার সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বর্হিবিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টানত্ম স্থাপন করে আসলেও এদিকে ব্যক্তিগত জায়গা জমি ছাড়া বৌদ্ধদের শ্মশান নিয়ে পর্যনত্মও টানাটানি করছে৷ এটা কোন ধরণের সাম্প্রদায়িক সম্প্রীতি নয়৷ তিনি আরো বলেন আমরা শানত্মিপূর্ণ ভাবে সৃষ্ট সমস্যার সমাধান চাই৷ কোন ধরণের অশানত্মি আমরা চাই না৷ বিষয়টি যেহেতু জাতীয় সমস্যা তাই ৬ ডিসেম্বর উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুযায়ী তাঁর কার্যালয়ে সকলকে উপস্থিত থাকার আহবান জানান নেতৃবৃন্দ৷ শ্মশান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব, কঙ্বাজার জেলা শাখার সভাপতি এড. অনিল কানত্মি বড়ুয়া, উখিয়া উপজেলা বৌদ্ধ বিহার উন্নয়ন ও সুরৰা কমিটির সভাপতি কলেজ শিৰক পস্নাবন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, উখিয়া শাখার সভাপতি শিৰক জ্ঞানদশর্ী বড়ুয়া, সাধারণ সম্পাদক শিৰক অমূল্য চরণ বড়ুয়া, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি দিনেশ বড়ুয়া, পালং বৌদ্ধ সমাজ কল্যাণ সমবায় সমিতির বংকিম বড়ুয়া, শিৰক আশীষ বড়ুয়া, শিৰক পরিমল বড়ুয়া, সিএসবি২৪ ডটকম সম্পাদক পলাশ বড়ুয়া, শিৰক প্রণব বড়ুয়া, মিলন বড়ুয়া, মনোরঞ্জন বড়ুয়া, পুরাতন রম্নমখাঁ বৌদ্ধ সমাজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সকল সদস্য সহ বৌদ্ধ গ্রামের সকল উপাসক-উপাসিকা বৃন্দ৷





রাঙামাটির মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২ আহত ২০
প্রধান শিক্ষককে ফিরে পেতে ছাত্র-ছাত্রীদের আকুতি
রাঙামাটিতে গ্রাম্য সালিশে যুবককে মধ্য যুগীয় কায়দায় জুতার মালা পরানোর দৃশ্য পেইজবুকে ভাইরাল হওয়ার ৬দিন পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি
খুলনা গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে খলশানি বিক্রির ধুম
রাঙামাটিতে প্রধানমন্ত্রীর প্রাণোদনা থেকে বঞ্চিত পেশাদার সংবাদকর্মীরা
খাগড়াছড়ি থেকে মানসিক ভারসাম্যহীন ৫ জনকে চিকিৎসার জন্য পাবনা প্রেরণ
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা
নাটোরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন