মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ছাত্রলীগের তান্ডবে সাংবাদিক সত্রং চাকমা হামলার শিকার
রাঙামাটিতে ছাত্রলীগের তান্ডবে সাংবাদিক সত্রং চাকমা হামলার শিকার
ষ্টাফ রিপোর্টার :: (১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.০১মি.) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগের একটি গ্রুপের হাতে মারাত্মক আহত হয়েছেন সমকালের রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমা। তিনি বর্তমানে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সুপায়ন চাকমা (১৮) গতকাল ১২ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুটবল খেলার পর ফিরছিলেন। পথিমধ্যে তাকে কারা মারধর করে রেখে যায়। ছাত্রলীগের দাবি, এটা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)’র কাজ।
এদিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক নিতীষ চাকমা অনলাইন গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনার সাথে পাহাড়ী ছাত্র পরিষদের কোন সদস্য জড়িত ছিল না। বস্তুত পিসিপি’র কোন সদস্য উক্ত খেলায় অংশগ্রহণও করেনি কিংবা সেসময় স্টেডিয়াম এলাকায়ও উপস্থিত ছিল না।
সাংবাদিক সত্রং চাকমা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন শহরের বনরুপা’র আলিফ মার্কেট এলাকায়। ততক্ষণে রাঙামাটি শহরজুড়ে ছাত্রলীগ তাণ্ডব শুরু করে দিয়েছিল। সাংবাদিক সত্রং চাকমা জানিয়েছেন, ভাঙচুরে মত্ত একটি গ্রুপের ছবি তুলছিলেন তিনি। তখন প্রথমে তার মাথায় ঢিল ছোঁড়া হয়। মোটর সাইকেলে বসেই ছবি তুলছিলেন সাংবাদিক সত্রং চাকমা। কতিপয় যুবক এসে সাংবাদিকের মোটর সাইকেলটি মাটিতে ফেলে দেয় এবং তাকে মারধর করে।
ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন। তক্ষণি হাসপাতালে যাওয়া সম্ভব ছিল না। কারণ ছাত্রলীগের দখলে রাঙামাটি শহর। পরে রাত নয়টার দিকে স্থানীয় সাংবাদিকদের দু-একজন সাংবাদিক সত্রং চাকমাকে হাসপাতালে নিয়ে আসে। সাংবাদিক সত্রং চাকমা’র মাথার আঘাত থেকে কোনো রক্তক্ষরণ হয়নি। তবে সাংবাদিক সত্রং চাকমা বমি করেছেন, ফলে ডাক্তাররা আশঙ্কা করছেন, ভেতরে রক্তক্ষরণ হচ্ছে কিনা।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন