সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে বিএনপি’র সম্পাদকসহ ৯ জনকে কারাগারে প্রেরণ
ময়মনসিংহে বিএনপি’র সম্পাদকসহ ৯ জনকে কারাগারে প্রেরণ
ময়মনসিংহ অফিস :: (৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৮মি.) ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ ৯ আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতের বিচারক মাসুদুল হক এর আদালতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ওয়াহাব আকন্দসহ ৯ আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না জানান,এসময় আসামীদের জামিন প্রার্থনা করা হলে বিচারক তাও নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহ নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ওয়াহাব আকন্দসহ বিএনপি’র ৯ নেতা-কর্মীকে এসময় গ্রেফতার করে পুলিশ।





মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬
ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন
ঈশ্বরগঞ্জে দুই ভাইয়ের ৯ বছরেও জমি রেজিস্ট্রি হয়নি
ঈশ্বরগঞ্জে এক আলেমের দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ