মঙ্গলবার ● ১৯ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে মেডিকেল কলেজ ছাত্রীর আত্মহত্যা
ময়মনসিংহে মেডিকেল কলেজ ছাত্রীর আত্মহত্যা
ময়মনসিংহ অফিস :: (৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১০.০১মি.) ময়মনসিংহ নগরীতে শয়ন কক্ষে ফ্যানের সাথে ঝুলে ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫১ ব্যাচের পঞ্চম বর্ষের ছাত্রী শুভ্রা রানী পাল (২২) আত্মহত্যা করেছেন। শুভ্রা নগরীর কৃষ্টপুর এলাকার শশীমোহন পালের কন্যা।
আজ ১৯ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকার নিজের বাসায় আত্মহত্যা করেন। শুভ্রা রানী পাল ময়মনসিংহ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষে অধ্যায়নরত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম এ সত্যতা নিশ্চিত করে জানান, নগরীর কৃষ্টপুর এলাকার শশীমোহন পালের বাসার তার কন্যা শুভ্রাকে মঙ্গলবার দুপুরে নিজের শয়নকক্ষে ফ্যানের সাথে ঝুলতে দেখে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে নিয়ে যায়।
এদিকে শুভ্রার বাবা শশী মোহন পাল জানান, বেশ কিছুদিন ধরে শুভ্রা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তিনি এর বেশি আর কোনো কথা বলেননি।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন এব্যাপারে শুভ্রার বাবার বরাত দিয়ে জানান, শুভ্রা মানসিকভাবে বিপর্যস্ত থাকায় মনোরোগ বিশেষজ্ঞ দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার পরিবার। কিন্তু শুভ্রা তাতে রাজি ছিলেন না বলে তার বাবা আমাকে (অধ্যক্ষকে) জানিয়েছেন।





পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক