রবিবার ● ১২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বাল্য বিয়ে রেজিষ্ট্রীর অভিযোগে গাইবান্ধায় ভুয়া কাজী গ্রেফতার
বাল্য বিয়ে রেজিষ্ট্রীর অভিযোগে গাইবান্ধায় ভুয়া কাজী গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি :: (২৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২২মি.) গাইবান্ধা পৌরসভার ৩নং ওয়ার্ডের নিয়োগপ্রাপ্ত মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) মোহাম্মদ আলীর সহকারি এজাহান আলী খান মিঠুকে আজ রবিবার সকালে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।
এসময় তার বাড়ীতে তল্লাশি চালিয়ে পুলিশ কয়েকটি ভুয়া বিয়ে ও তালাক রেজিষ্টার বই জব্দ করে। গ্রেফতারকৃত মিঠু সদর উপজেলার কুপতলা গ্রামের মৃত নুরন্নবী খানের ছেলে। তিনি গাইবান্ধা শহরের সোনালী ব্যাংকের পশ্চিম পাশে বনানী আবাসন এলাকায় বসবাস করে।
পুলিশ জানায়, কাজী মোহাম্মদ আলী তার কতিপয় সহযোগীকে ভুয়া বিয়ে ও তালাক রেজিষ্টার সরবরাহ করে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। তারা গাইবান্ধা শহরসহ জেলার বিভিন্ন এলাকায় আদালত চত্বর এমনকি তাদের নিজ নিজ বাড়ীতে অপ্রাপ্ত বয়স্ক ছেলে ও মেয়েদের ভুয়া রেজিষ্ট্রার বইয়ের মাধ্যমে বিয়ে ও তালাক রেজিষ্ট্রি করেন। এজন্য তারা মোটা অংকের টাকা হাতিয়ে নেন।
সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত কাজী মোহাম্মদ আলী নিজ ক্ষমতাবলে আইন অমান্য করে তার ৫ সহযোগীকে সহকারী কাজী হিসেবে নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে এ অপকর্ম চালিয়ে আসছিলেন। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বাল্য বিয়ে ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। নিকাহ রেজিষ্টার মোহাম্মদ আলী ও তার সহকারিদের বিরুদ্ধে ভুয়া বিয়ে ও তালাক রেজিষ্ট্রীর অভিযোগে থানায় মামলা হয়েছে। নিকাহ রেজিস্টার (কাজী) মোহাম্মদ আলী পলাতক।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪