মঙ্গলবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদে পানি বিপদ সীমার উপর
পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদে পানি বিপদ সীমার উপর
গাইবান্ধা প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৫মি.) উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে মঙ্গলবার পানি বৃদ্ধি না পেলেও জেলা শহরের ঘাঘট নদী, গোবিন্দগঞ্জের করতোয়া ও সুন্দরগঞ্জের তিস্তা নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে ব্রহ্মপুত্র নদ ছাড়া অন্যান্য নদীগুলোর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি ঘাট পয়েন্টে এখনও বিপদসীমার ৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্রহ্মপুত্র নদের পানির চাপে ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়ার টিআর রাস্তা ভেঙ্গে যায়। ফলে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া, খোলাবাড়ি ও উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া গ্রামে পানি প্রবেশ করে এবং ওইসব গ্রামের প্রায় ৮ হাজার মানুষের সড়ক যোগাযোগ মারাত্মকভাবে বিঘিœত হয়েছে। এতে বিপন্ন হয়ে পড়েছে ওই সমস্ত এলাকার মানুষ। তলিয়ে গেছে চলতি রোপা আমন ও গ্রামের কতিপয় বসতবাড়িতে পানি উঠতে শুরু করেছে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ