মঙ্গলবার ● ২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » কৃষি » বগুড়ায় সবজী প্রদর্শনী মাঠ দিবস পালিত
বগুড়ায় সবজী প্রদর্শনী মাঠ দিবস পালিত
বগুড়া প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪৮মি.) বগুড়ার গাবতলী সুখানপুকুরের কেশবেরপাড়া গ্রামে লাল তীর সবজী প্রদর্শনী মাঠ দিবস পালিত হয়েছে। পার্পল কিং হাইব্রিড বেগুনের মাঠ দিবস উপলক্ষে অাজ মঙ্গলবার বিশিষ্ট ব্যবসায়ী এজাজ আহম্মেদ লাভলু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেড বগুড়া নর্থ ওয়েষ্ট ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান, রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ হুমায়ূন কবির, প্রোডাক্ট ডেভলপমেন্ট ম্যানেজার এমদাদুল হক, উপ সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। মাঠ দিবস পরিচালনা করেন লাল তীর সীড লিঃ বগুড়া এ্যাসিসটেন্ট ম্যানেজার সেল্স আঃ সালাম। আরো বক্তব্য রাখেন কৃষক আব্দুল লতিফ প্রমূখ।
কৃষক আব্দুল লতিফ এ বছরে ৯০শতাংশ জমিতে হাইব্রিড বেগুন পার্পল কিং চাষে ৪৫হাজার টাকা ব্যয় করে ইতিমধ্যে ১লক্ষ ৫০হাজার টাকা বেগুন বিক্রি করেছে।
এ জমি থেকে আরো প্রায় ৫লক্ষ টাকা বেগুন বিক্রি হবে বলে তিনি আশা করছেন। গতবছরে তিনি ১বিঘা জমিতে লাল তীর সীড লিঃ পার্পল কিং হাইব্রিড বেগুন চাষ করে ৫লক্ষ টাকা বেগুন বিক্রি করে বেশ লাভবান হয়েছিল। পার্পল কিং বেগুন বিক্রি করে এ সাফল্য অর্জন করায় এলাকায় বেশ পরিচিতি লাভ করেছেন তিনি।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান