বৃহস্পতিবার ● ২৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পাহাড়ি নারীদের স্বাবলম্বী করতে ক্যান্টনীজ ভাষা প্রশিক্ষণ দিচ্ছে টিটিসি
বান্দরবানে পাহাড়ি নারীদের স্বাবলম্বী করতে ক্যান্টনীজ ভাষা প্রশিক্ষণ দিচ্ছে টিটিসি
বান্দরবান প্রতিনিধি :: (১০ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৪মি) বান্দরবানের পিছিয়ে পড়া পাহাড়ি নারীদের বিদেশে র্কমসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণায়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন বান্দরবান জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’তে হংকংয়ের ক্যান্টনীজ ভাষার উপর প্রশিক্ষণ প্রদান করছেন।
আজ বৃহস্পতিবার ২৫ অক্টোবর বান্দরবানের পর্যটন এলাকা মেঘলায় অবস্তিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন কালে জানাযায়। পর্বত্য অঞ্চলে হংকং ডিভিশন প্রকল্পের আওতায় শুধুমাত্র হংকংগামী করার লক্ষ্যে প্রশিক্ষণরত নারীদের গড়ে তোলা হচ্ছে।
জানা গেছে, গত মার্চের ১ তারিখে শুরু হওয়া প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থী রবি ত্রিপুরা, মইয়ু নু মারমা, হাপাতি ত্রিপুরা, শৈমা খেয়াং, নুমে সাই মারমা ও ম্রোরাচিং মারমা, তারা বান্দরবান টিটিসি থেকে হংকং ভাষা প্রশিক্ষণ শেষ করে এখন ঢাকায় হংকং যাওয়ার জন্য শেষ প্রস্তুতির কাজ করছেন।
তারা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রস্তুতির কাজ শেষ হলেই তারা হংকংয়ে স্ব স্ব কর্মস্থলে যোগ দেবেন। হংকংএ বাংলাদেশী টাকায় ১ম পর্যায়ে তারা প্রায় ৪৮ হাজার টাকা বেতন পাবে বলে জানান। বর্তমানে প্রশিক্ষণরত, মিনতি ত্রিপুরা, বিনিতা ত্রিপুরা,সাবিনা ত্রিপুরা,তারা বান্দরবানের দূর্গম রুমা উপজেলার বাসিন্দা।
তারা জানান, ক্যান্টনীজ ভাষার প্রশিক্ষক শারমিন আক্তার সাথী ম্যাডামের প্রশিক্ষণে তারা হংকং ভাষাসহ হংকংয়ের বাসা বাড়িতে কিভাবে কাজ করবে তা তারা এখানে শিখছে। অত্যন্ত যত্ন সহকারে হংকং ভাষায় পারার্দশী দক্ষ প্রশিক্ষক শারমিন আক্তার সাথী ম্যাডামের কাছে শিখছে। তারা এখানে প্রশিক্ষণকালীন সময়ে থাকা খাওয়া ও চিকিৎসা সবই বিনা খরচে রয়েছে বলে জানিয়েছে।
প্রশিক্ষক শারমিন আক্তার সাথী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, খুব ছোট বেলা থেকেই আত্ম নির্ভরশীল হতে চাইতাম আমার স্বপও ছিল শিক্ষিকা হতে আমার দেশের পিছিয়ে পড়া নারীদের জন্য ভাল কিছু করতে তাই আমার (ক্যান্টনীজ) ভাষার উপর প্রশিক্ষণ নেওয়া।
বর্তমান সরকার পাহাড়ের নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে হংকং ভাষায় প্রশিক্ষিত করে নিজেদের র্অথনৈতিক উন্নয়নে সাবলম্বী করে তোলার লক্ষে র্কমসংস্থানের জন্য হংকংয়ে বিনা খরচে পাঠাচ্ছে। ইতোমধ্যে এখানকার পাবত্য অঞ্চল থেকে প্রায় ২৫ জন নারী হংকংয়ে কর্মরত রয়েছে।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ মাহাতাব উদ্দীন পটুয়ারী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পাহাড়ের দুঃস্থ নারীদের হংকংএ গিয়ে সহজে অর্থ উপার্জন করার জন্য বর্তমান সরকার এ সুযোগ করে দিয়েছেন। তারা হংকং পৌঁছা র্পযন্ত সরকারী ভাবে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বর্তমানে যারা প্রশিক্ষণে রয়েছে তাদের কয়েক জনের নাম : মিনতি ত্রিপুরা, বিনিতা ত্রিপুরা,সাবিনা ত্রিপুরা,খয়নু প্রু মারমা, জোনাকি তনঞ্চগ্যা, রায়তি ত্রিপুরা, লক্ষী রানি তনঞ্চগ্যা। আরো কযেক জন প্রশিক্ষণ নেওয়া শির্ক্ষাথীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, টিটিসি তাদের ছাত্রী নিবাসে রেখে অত্যন্ত সুন্দর পরিবেশ ও নিরাপত্তা সহকারে প্রশিক্ষণ দিচ্ছেন।