মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
পার্বতীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
রুকুনুজ্জামান, পার্বতীপুরে প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জুন-২০২৫ মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত সভায় মূলত মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ দমন বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, সমাজ থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা। বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। একই সঙ্গে স্থানীয়ভাবে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন অনেকেই। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন মতামত প্রদান করেন। সভাটি আয়োজন করে পার্বতীপুর উপজেলা প্রশাসন ।





পার্বতীপুরে মোকছেদুল আলম এর বিরুদ্ধে মানববন্ধন
পার্বতীপুরে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা
পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আলুর কোল্ড স্টোরেজ
পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
দিনাজপুর-৫ মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু’র সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়
পার্বতীপুরে মেধাবৃত্তি পরীক্ষায় ল্যাপটপসহ ২ লক্ষ টাকার পুরুষ্কার
পার্বতীপুরে ধর্ষণ চেষ্টায় জামাই গ্রেপ্তার শাশুড়ির অভিযোগ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর বিদ্যুৎ উৎপাদনে ফিরল