বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন
![]()
উখিয়া প্রতিনিধি ::  একাধারে  কয়েকমাস বন্ধ থাকার পর নতুন করে অপরূপ সাজে সাজছে দ্বীপের ছোট বড় শতাধিক হোটেল এবং সৈকত।
ঈদের পরের দিন টেকনাফ -সেন্টমার্টিন  নৌ-রুটে কেয়ারী সিন্দাবাদ জাহাজ চলাচল করার  প্রস্তুত রয়েছে। ঈদের ৩দিনের  ছুটি কাজে লাগানোর জন্য সেন্টমার্টিনদ্বীপে বেড়াতে আসবেন বলে ধারণা করা  হচ্ছে
সেন্টমার্টিনদ্বীপ থেকে টেলিফোনে ইউপি  চেয়ারম্যান নুরুল আমিন উক্ত তথ্য নিশ্চিত করে জানান, অনেক দিন পরে হলেও  পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় দ্বীপের মানুষ খুশি হয়ে উঠেছে।  দ্বীপের অনেক হোটেল অগ্রিম বুকিং হয়ে গিয়েছে।
এদিকে পাশাপাশি টেকনাফের অনেক আবাসিক  হোটেলও অগ্রীম বুকিং হয়ে গিয়েছে। সেন্টমার্টিন দ্বীপে আবাসিক-অনাবাসিক ছোট  বড় হোটেল মোটেল কটেজ আছে শতাধিক।
গত বছর এসব হোটেল ও কটেজের সংখ্যা ছিল তার  অর্ধেক। সেন্টমার্টিন দ্বীপ আবাসিক হোটেল মালিক সমিতির এক নেতা কাজী  ফিরোজ  জানান-পর্যটকবাহী জাহাজ চালু হলে পযর্টকের ঢল নামবে। এতে দ্বীপের  আবাসিক ও খাবার হোটেল এবং সমুদ্র সৈকতকে নতুন করে সাজানো হয়েছে।
তিনি আরও জানান-সেন্টমার্টিন দ্বীপে নতুন পুরাতন মিলে শতাধিক হোটেল এবং কটেজ রয়েছে। এসব হোটেল এবং কটেজ অগ্রিম বুকিং হয়ে গিয়েছে।
তন্মধ্যে উল্লেখযোগ্য হোটেল এবং কটেজ  হচ্ছে- প্রিন্স হেভেন, আল বাহার, প্রাসাদ প্যারাডাইজ, কক্সবাংলা, রোজ মেরী,  ব্লু মেরীন রিসোর্ট, ডলফিন, সী আইল্যান্ড, সী ব্লু, ব্লু সী, ব্লু মুন,  সীমানা পেরিয়ে, অবকাশ, ড্রীমনাইট, সিটিবি, ডায়মন্ড, আইল্যান্ড প্রাসাদ,  প্রিন্স আলবাহার, ঊশান ভিউ, সমুদ্র বিলাস, স্বপ্নপুরী, স্বপ্ন বিলাশ, সাগর  বিলাস, জলপরী, নীল দিগন্ত, নাবিবা বিলাস, পান্না রিসোর্ট, কোরাল ভিউ, সেন্ট  রিসোর্ট, রেহানা কর্টেজ, ময়নামতি, দেওয়ান কটেজ, গ্রীন ল্যান্ড, মুজিব  কটেজ, শাহজালাল কটেজ, রেজা কটেজ, রিয়াদ রেস্ট হাউস, বে অব বেঙ্গল।
সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ব্যবসায়ী  ছিদ্দিকুর রহমান জানান-দ্বীপের মানুষ পর্যটকদের বরণ করতে সদা প্রস্তুত।  সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে দেশি বিদেশি পর্যটকরা নিরাপদে দ্বীপ ভ্রমণ  করতে পারবে।
সেন্টমার্টিন দ্বীপ ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব নুরুল আমিন জানান, দ্বীপের মানুষ সবসময় পর্যটক বান্ধব। অন্যান্য  বছরের মতো এবছরও পর্যটন মৌসুমে যাতে দেশি-বিদেশি পর্যটক শিক্ষার্থীরা  নিরাপদে দ্বীপে ভ্রমণ করতে পারে সেজন্য আইনশৃঙ্খলাসহ সব  প্রস্তুতি নেয়া  হচ্ছে।

      
      
      



    চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে    
    কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি    
    ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা    
    ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই    
    চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান    
    টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু    
    মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি    
    ২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে    
    নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী    
    উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩