সোমবার ● ৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » ভন্ড ফকিরের প্রতারনার শিকার নিরীহ জনগণ
ভন্ড ফকিরের প্রতারনার শিকার নিরীহ জনগণ
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা সদর উপজেলা ঘাগোয়া ইউনিয়নের তালতলা গ্রামের ভন্ড ফকির রাসেলের ভন্ডামীর প্রতারনার শিকার হচ্ছে নিরীহ জনগণ। প্রতারিত জনগণ আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, উক্ত এলাকার প্রতারক রাসেল দীর্ঘদিন ধরে জ্বীন হাজির করার নামে বুঝ-বুঝার কথা বলে বিভিন্ন এলাকার ফকিরালী, আইয়ুবেদিক ও কবিরাজী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ভন্ড ফকির রাসেল বিভিন্ন এলাকায় জ্বীন হাজির করার নামে বুঝ-বুঝা, ঝাড়-ফুঁক, দোয়া-তাবিজ, পানি পড়ার মাধ্যমে প্রেম-ভালবাসায় আবদ্ধ, হারানো জিনিসপত্র বাহির করাসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয় বলে বিভিন্নভাবে প্রচারাভিযান চালান। ফলে তার বাড়ীতে শনি ও মঙ্গলবার বুঝ-বুঝাসহ নানাবিধ রোগের চিকিৎসা নেয়ার জন্য শত শত লোকের সমাগম ঘটে। তার খপ্পরে পরে চিকিৎসা নিতে আসা শত শত লোক প্রতারিত হয়ে পথে বসেছেন। এ সুযোগে রাসেল অদৃশ্য শক্তির প্রভাবে তার ভন্ডামী ব্যবসা চালিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে ভন্ড ফকির রাসেলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার কাছে ফকিরালীর কোন লাইসেন্স নাই। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যানের ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে ভূক্তভোগীরা আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ