সোমবার ● ২৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » যাঁরা উগ্র সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে ভোটের মাধ্যেমে এদের বয়কট করুন : জুঁই চাকমা
যাঁরা উগ্র সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে ভোটের মাধ্যেমে এদের বয়কট করুন : জুঁই চাকমা
ষ্টাফ রিপোর্টার :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সংগ্রামী পাহাড়ি নারী জুঁই চাকমা কোদালের পক্ষে নির্বাচনী প্রচারণায় লংগদু ও বাঘাইছড়িতে তিন দিন ব্যস্ত সময় কাটালেন।
গত ২১ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮ টায় রাঙামাটি শহর থেকে রওনা দিয়ে লংগদু উপজেলা পৌঁছার সাথে সাথে বিভিন্ন এলাকার জনসাধারণ স্বত:স্ফুর্তভাবে দলীয় ছাত্র নেতা ও কর্মীরা জুঁই চাকমাকে লঞ্চ ঘাটে অভ্যার্থনা জানান।
২১ ডিসেম্বর সারাদিনের ব্যস্ততার মধ্যে জুঁই চাকমা লংগদু উপজেলার রুপবান বাজার, মহালছড়ি বাজার, রাধামন বাজার, ধনপাতি বাজার, কাট্টলী বাজার, মনপতি বাজার, ভাইবোনছড়া, গলাছড়া, তালছড়া, রাঙাপানিছড়া, মহাজনপাড়া, বাইট্টাপাড়া ও লংগদু সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে জনসংযোগ এবং পথসভায় বক্তব্য রাখেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য প্রার্থী সংগ্রামী পাহাড়ি নারী জুঁই চাকমা বলেন, যাঁরা উগ্র সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে ভোটের মাধ্যেমে এদের বয়কট করুন এবং পরিবর্তনের পক্ষে কোদাল মার্কায় ভোট দেয়ার আহান জানান।
পরের দিন ২২ ও ২৩ ডিসেম্বর জুঁই চাকমা লংগদু ও বাঘাইছড়ি উপজেলার রাঙামাটি-২৯৯ আসনের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য প্রার্থী সংগ্রামী পাহাড়ি নারী জুঁই চাকমা কোদালের পক্ষে মাইনী বাজার, ইয়েরেংছড়ি, কালাপাকুজ্জ্যা, মাহাইল্লা বাজার, হিরাচর, দুরছড়ি বাজার, উলুছড়ি, বটতলী, মারিশ্যা বাজার, বাঘাইছড়ি পৌরসভা, রুপকারী ইউপি, করেঙ্গাতলী ইউপি, তুলাবান, জীবতলী, বাঘাইছড়ি, নিউ লাইল্ল্যাঘোনা, শিজকমুখ, মেদেনীপুর, খাগড়াছড়ি বাজার (ভাষান্যদাম), আমতলী বাজার, গুলশাখালি, বৌরাগী বাজার ও নতুন বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় জনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য রাখেন।
এ সময় সংসদ সদস্য প্রার্থী সংগ্রামী নারী জুঁই চাকমা বলেন, আপনারা একে একে সবাইকে ক্ষমতায় দেখেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবারের ভোট এবং পরিবর্তনের পক্ষে এবারের ভোট, যুব সমাজের পক্ষে এবং পরিবর্তনের মার্কা, শ্রমজিবী মানুষের মার্কা কোদাল মার্কায় ভোট দিন।
তিন দিনের সফরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক মন্ডলী সদস্য আবুল হাসেম, তপন জ্যোতি চাকমা, জেলা কমিটির বিপ্লবী ছাত্র সংহতির সমন্বয়ক জগৎ মিত্র চাকমা,যুব সংহতির প্রনব চাকমা, লংগদু উপজেলা ছাত্র সংহতির সভাপতি রিপন চাকমাসহ ৩০ জনের একটি নির্বাচনী ক্যাম্পীং দল সফরসঙ্গী হিসাবে ছিলেন।





রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন