মঙ্গলবার ● ২৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আজিজনগরে গাছ কর্তনে অবহেলা : প্রাণ গেল শিশুর
আজিজনগরে গাছ কর্তনে অবহেলা : প্রাণ গেল শিশুর
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলার আজিজ নগরে গাছ পড়ে এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার আজিজ নগর ইউনিয়নের মুসলিম পাড়া বয়রাতলী এলাকায় আজিজ উদ্দিন ফ্যাক্টরীর বাগানের গাছ কাটার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু আকতার হোসেন (১০) ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর পাড়ার মোজাফ্ফর হোসেন মিন্টুর ছেলে।
নিহত শিশুর পিতা মোজাফ্ফর হোসেন মিন্টু বলেন, ইউনিয়নের মুসলিম পাড়ার বয়রাতলী এলাকায় আজিজ উদ্দিন ফ্যাক্টরীর একাশি বাগানের গাছ কাটছিল কয়েকজন শ্রমিক। এসময় কয়েকজন শিশু সেখানে লাকড়ি কুড়াচ্ছিলেন। এসময় একটি একাশি গাছ এসে আমার ছেলে আকতার হোসেনের মাথার উপর পড়ে। তখন ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হুমায়ন কবির বলেন, নিহত শিশুর লাশ পুলিশের হেফাজতে রয়েছে। লামা থানা পুলিশের এসআই গিয়াস উদ্দিন সুরহাতাল শেষ করে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়