বুধবার ● ১৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ভেজাল বিরোধী অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা
বিশ্বনাথে ভেজাল বিরোধী অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত ৯টি ব্যবসা-প্রতিষ্টানে ১৮হাজার ৫শত টাকা জরিমানা আদায় করে। আজ বুধবার বিকেলে উপজেলার সিংগেরকাছ ও পুরাতন হাবড়া বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা এ অভিযান পরিচালনা করেন। এসময় স্যানিটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও বিশ্বনাথ থানার এসআই নবী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন। ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানকালে ভোক্তা অধিকার আইন-২০০৯’র আওতায় এ অভিযান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা বলেন, ৯টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
মায়ের মোবাইল আসক্তিতে শিশুর মর্মান্তিক মৃত্যু
বিজয় মেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অস্বস্তিতে দর্শনার্থীরা
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন