বৃহস্পতিবার ● ২৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিদ্যুৎ বিভাগের চরম অবহেলায় শ্রমিকের প্রাণ গেল
বিদ্যুৎ বিভাগের চরম অবহেলায় শ্রমিকের প্রাণ গেল
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান কেরানিহাট সড়কের বনপ্রপাত এলাকায় বিদ্যুৎ লাইনের মেরামত কাজ করার সময় বিদ্যুৎ বিভাগের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. অারাবি ইসলাম (২২) নামে এক বিদ্যুত শ্রমিকের ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে।
স্থানিয় ও পুলিশ সূত্র জানান, আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানিয়রা খবর দিলে দ্রুত বান্দরবান ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে । নিহত বিদ্যুৎ শ্রমিক আরাবির বাড়ি কুষ্টিয়া জেলার দহল বাড়ি গ্রামে বলে জানাগেছে।
বিদ্যুৎ লাইনের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শফিউল আলম জানান, বিদ্যুৎ লাইনটি বন্ধ করে কাজ করছিল শ্রমিকরা হঠাৎ করে এমন দূর্ঘটনা বড়ই বেদনা দায়ক।
বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী চিংলা মং মারমা সিএইচট মিডিয়া প্রতিনিধিকে বলেন, চট্টগ্রামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান জেলা শহর থেকে বন প্রপাত এলাকা পর্যন্ত সঞ্চালন লাইনে নতুন তার লাগাচ্ছিলেন ওই শ্রমিকসহ অপর ৩ শ্রমিক। কিন্তু হঠাৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ চালু হলে ঘটনাস্থলেই পুড়ে কয়লা হয়ে গেছে বিদ্যুৎ শ্রমিক মো. আরাবি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে প্রকৌশলী চিংহ্লা মং মারমা জানান।
উল্লেখ্য, গত মাসে বান্দরবান পৌর এলাকার কালাঘাটা ৩নং ওয়ার্ডের নতুন ব্রিজ এলাকায় বান্দরবান বিদ্যুৎ বিভাগের অবহেলায় অকালে প্রাণ হারায় আরো এক বিদ্যুৎ শ্রমিক।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন