মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে বৃদ্ধাকে ধর্ষণ
রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে বৃদ্ধাকে ধর্ষণ
রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীতে বৃদ্ধ স্বামীকে বেঁধে রেখে এক বৃদ্ধাকে (৬৫) ধর্ষণ করেছে দুই যুবক। সোমবার ভোরে নগরের রাজপাড়া থানার চৈতিরবাগান এলাকায় এ ঘটনায় ধর্ষিত বৃদ্ধা থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ওই দুই যুবকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো : নগরের শাহমখদুম থানার খিরশিন টিকর মহল্লার বাবুর ছেলে তুষার আলী (১৯) ও সিলিন্দা মহল্লার জহিরুলের ছেলে শিমুল হাসান (১৯)। সোমবার বিকালে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তুষার ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানায়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রবিবার রাতে তুষার ও শিমুল নগরীর চৈতিরবাগান এলাকায় পুকুর পাড়ে যায়। এরপর খুব ভোরে বৃদ্ধকে ঘরের মধ্যে বেঁধে রেখে তার বৃদ্ধা স্ত্রীকে ধর্ষণ করে তারা। ধর্ষণের পর চলে যায় দুই যুবক। এরপর বৃদ্ধা তার স্বামীকে উদ্ধার করে। এ ঘটনায় সকালে স্বামী ও স্ত্রী থানায় মামলা করেন। ওই দুই যুবক ছিনতাইসহ বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।
ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। এরপর বিকালে তুষার ও শিমুলকে গ্রেফতার করা হয়। এছাড়া ধর্ষণের শিকার ওই বৃদ্ধার ডাক্তারী পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে ওসি জানান।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪