সোমবার ● ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় ৩ জেএসএস নেতা আটক
রুমায় ৩ জেএসএস নেতা আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) এর ৩নেতাকে আটক করা হয়েছে।
আজ সোমবার ২৫ মার্চ সকালে চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানান রুমা থানা পুলিশ।
আটকৃত জেএসএস নেতারা হলেন : রুমা উপজেলা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সহ-সভাপতি ক্যসাপ্রু মারমা ও থোয়ইসানু মারমা ও ভূমিবিষয়ক সম্পাদক লামরাম বম।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা সহ-সভাপতি অংথোয়াইচিং মারমা সিএইটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ভূমি সংক্রান্ত নিয়ে লালরামের নামে মামলা ছিল। আদালত থেকে জামিন নিয়ে নিয়মিত হাজিরাও দিতেন। কিন্তু নতুন করে তাদের আটক করে হয়রানি করা হচ্ছে।
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন সিএইটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আটককৃত জেএসএস নেতাদের নামে আগে থেকেই থানায় মামলা ছিল তাদের আটক করে সকালে আদালতে পাঠানো হয়েছে।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়