রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর নগর প্রকল্পের ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা
গাজীপুর নগর প্রকল্পের ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)-ইউনিসেফ নগর প্রকল্পের ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা আজ ৭ এপ্রিল রবিবার সকালে নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জিসিসি-ইউনিসেফ নগর প্রকল্পের আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে.এম. রাহাতুল ইসলাম।
সভায় জিসিসি’র ভারপ্রাপ্ত সচিব মো. রেজাউল বারীর সভাপতিত্বে ও জিসিসি-ইউনিসেফ আরবান প্রকল্পের সোস্যাল এ্যান্ড বিহিবিয়ার চেঞ্জ কমিউনিকেশন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিসিসি’র অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ মোল্লা, জনসংযোগ কর্মকর্তা ডঃ সেলিম শেখ, অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস.এস সোহরাব হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সুরভি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আইয়ুব হোসেন সরকার, ইউনিসেফ ঢাকা-ময়মনসিংহ বিভাগের ইমারজেন্সি প্রোগ্রাম অফিসার মোঃ আমান উল্লাহ, শিশু সুরক্ষা প্রোগ্রাম অফিসার মোঃ ইমতিয়াজ আহম্মেদ, কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট কর্মকর্তা রওশন রহমান, জিসিসি-ইউনিসেফ আরবান প্রজেক্টের সিনিয়র শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল হাসান ও প্ল্যানি এ্যান্ড মনিটরিং কর্মকর্তা খন্দকার আবু সালেক প্রমুখ।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জিসিসি’র বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ