সোমবার ● ১৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়াতে বৌদ্ধ ভিক্ষুর রহস্যজনক মৃত্যু
বেতবুনিয়াতে বৌদ্ধ ভিক্ষুর রহস্যজনক মৃত্যু
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি জেলায় কাউখালী উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিযনের গজালিয়া পাড়ায় গতকাল এক বৌদ্ধ ভিক্ষুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার ১নং মডেল ইউনিয়নের গজালিয়া পাড়ার মৃত বাসিন্দা চাইলাঞোই মারমার ছেলে অংহ্লা প্রু মারমা (৬৫) উকাইন্দা শিশু সদনের বৌদ্ধ ভিক্ষু হিসাবে দীর্ঘ ৩০ বছর যাবত কাজ করে আসছেন। গতকাল রবিবার সকাল বেলা উকাইন্দা শিশু সদনের এক ছাত্র সদনের পাশে টযলেটে গেলে দেখে যে টযলেটের দরজা বন্ধ এবং ভিতর থেকে দুরগন্ধ বের হচ্ছে বিষয়টি সংগে সংগে শিশু সদনের অন্যদের জানালে তারা এলাকার লোকজনকে খবর দেয় এবং স্থানীয় লোকজন কাউখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টযলেটের দরজা ভেংগে মৃত বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (মামলা নং ৫ তারিখ ১৪ জুলাই-২০১৯)।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন