বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ব্লাস্টের উপকারভোগীদের সাথে পর্যালোচনা সভা
রাঙামাটিতে ব্লাস্টের উপকারভোগীদের সাথে পর্যালোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি :: ব্লাস্ট রাঙামাটি ইউনিটের এডমিন এন্ড একাউন্টস অফিসার জেনি চাকমা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাঙামাটি ইউনিট অফিসে আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সকালে ব্লাস্টের উপকারভোগীদের সাথে এক পর্যালোচনা সভার আয়োজন করা হয়।
সভায় নারী ১৯ জন ও পুরুষ ২ জন সর্বমোট ২১ জন উপকারভোগী অংশগ্রহণ করেন।
এছাড়া সভায় উপকারভোগীগণ ব্লাস্টে আইনগত সহায়তা নিতে এসে তারা কি কি ধরণের সুবিধা পেয়েছেন এবং সুবিধা নিতে গিয়ে তারা কি কি ধরণের সমস্যার সম্মুখীন হয়েছেন সেই বিষয়ে ব্লাস্ট, রাঙামাটি ইউনিট এর সমন্বয়কারীকে অবগত করেন। উপকারভোগীদের সংশ্লিষ্ট আদালতে মামলা পরিচালনা করতে গিয়ে যে কোন ধরণের সমস্যা দেখা দিলে ব্লাস্ট, রাঙামাটি ইউনিট এর সমন্বয়কারী ইউনিট অফিসকে জানানোর জন্য অনুরোধ করেন এবং যে কোন ধরণের সমস্যা নিরসণকল্পে উপকারভোগীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উপকারভোগীগণের মধ্যে অনেক উপকারভোগী ব্লাস্টের সুবিধা নিয়ে বর্তমানে বেশ ভালো আছেন এবং সেই সাথে তারা ব্লাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্লাস্টের উপকারভোগীদের সাথে পর্যালোচনা সভা পরিচালনা করেন ব্লাস্ট, রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান।





রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম