সোমবার ● ২৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়ি শিক্ষা অধিদপ্তরে দুদকের হানা
রোয়াংছড়ি শিক্ষা অধিদপ্তরে দুদকের হানা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার ২৯ জুলাই সকাল ১১টার দিকে চট্টগ্রাম দুদকের উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম রোয়াংছড়ি উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে এ অভিযান চালায়।
অভিযানে প্রাথমিকভাবে মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জিত কুমার বালা ও অফিসের নিরাপত্তা প্রহরী মো. মঞ্জুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থাকাসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে দুদক কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে অভিযান চালালে অফিসের নিরাপত্তা প্রহরী মো. মঞ্জুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জিত কুমার বালার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত অফিসে না আসার প্রমাণ মিলেছে। শিক্ষা কর্মকর্তাসহ এ দুইজন অফিস না করলেও সরকারের কোষাগার থেকে বেতন ভাতা ও সমস্ত সুযোগ সুবিধাদি ভোগ করে আসছিলেন। এ সময় দুদক কর্মকর্তারা বলেন, সরকারি স্টাফ হয়েও আচরণ বিধি লঙ্ঘন করে আসছিলেন তারা। শুধু তাই নয় নিরাপত্তা প্রহরী মো. মঞ্জুর রহমান মন্ত্রণালয়ের একজন ক্যাশিয়ার ও প্রভাবশালী কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন এলাকার লোকদের কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযান শেষে দুদক কর্মকর্তা মো. শরিফ উদ্দিন বলেন, রোয়াংছড়ি উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট স্টাফদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত অফিসে অনুপস্থিত ও নানা অনিয়ম নিয়ে জরুরি সেবা ফোন নম্বর থেকে অভিযোগ পেয়ে দুর্নীতি বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন দুদকের ওই কর্মকর্তা।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন