শনিবার ● ৩১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়িতে দেশীয় বন্দুক উদ্ধার
নাইক্ষ্যংছড়িতে দেশীয় বন্দুক উদ্ধার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এক দেশীয় বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ৩১ আগষ্ট বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধৈয়ার বাপের মারমা পাড়ার বাসিন্দা নুংমা মারমার টয়লেটের ছাউনি থেকে এ বন্দুকটি উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাইনুদ্দিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ধৈয়ার বাপের মারমা পাড়ায় অভিযান চালিয়ে এ বন্দুকটি উদ্ধার করা হয়।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মাইনুদ্দিন জানান, বিকালে অভিযান চালিয়ে একটি লম্বা বন্দুক উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে কোন এক পক্ষ কাউকে ভয়ভীতি প্রদর্শনের জন্য এ ধরনের কর্মকান্ড ঘটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।





রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম