রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পুলিশের বাধায় বিএনপি’র একাংশের সমাবেশ পন্ড : আটক-২
বান্দরবানে পুলিশের বাধায় বিএনপি’র একাংশের সমাবেশ পন্ড : আটক-২
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে জেলা বিএনপির একাংশের উদ্যোগে ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিল, দাবি, বুয়েটের ছাত্র আবরারকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও জনসভা পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। আজ রবিবার ১৩ অক্টোবর বেলা ১২টায় শহরের চৌধুরী মার্কেট এলাকায় বিএনপির জেলা কার্যালয়ের সামনে এ ঘটান ঘটে।
সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরারকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও সভা করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া হঠাৎ করে বিএনপির বিক্ষোভ সমাবেশ করছিলা। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়