রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গুনীজন » পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের মাতা মা চ য়ই আর নেই
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের মাতা মা চ য়ই আর নেই
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের ৩০০ নম্বর আসনের ষষ্ঠবারের নির্বাচিত এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর মাতা মা চ য়ই বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেছেন। গতকাল শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে বান্দরবান শহরের ফায়ার সার্ভিস এলাকর নিজ বাস ভবনে তিনি পরলোক গমন করেন। মন্ত্রীর মায়ের মৃত্যু কালে বয়স হয়েছে ৮৫ বছর। তিনি বার্ধক্য জনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
পারিবারি জানা যায়, পার্বত্য চট্রগ্রাম বিষক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবান সফর শেষ শনিবার বিকালে বান্দরবান ত্যাগ করেন। পরে তিনি মায়ের মৃত্যু সংবাদ পেয়ে আবার বান্দরবানের উ˜েদ্যশে রওনা দিয়েছেন।
এদিকে মন্ত্রীর মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন উপজেলা ও শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও আত্মীয়-স্বজনরা ফায়ার সার্ভিস এলাকার বাসভবনে ভিড় করেন।
পার্বত্য মন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু মারমা বলেন, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে আমার শাশুড়ি মা পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মন্ত্রী ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু