শনিবার ● ২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত
উখিয়ায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত
উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯। এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শ্লোগানে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় র্যালীটি উখিয়া স্টেশন প্রদক্ষিণ শেষে পল্লী ভবনের সামনে জাতীয় সঙ্গীত সহকারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সমবায় কর্মকর্তা কৃষিবিদ কবির আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উখিয়া মো: আমিনুল এহসান খাঁন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ পুরুষ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হামিদ সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন, পুরো বিশ্ব সমবায়ী ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জাতিসংঘ, আসিয়ান, সার্ক এর অন্যতম উদাহরণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত আত্মনির্ভরশীল দেশ গঠন করা। সে স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার সমবায়কে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। তাই যারা সমবায়ের সাথে যুক্ত তাদেরকে এলাকার, সমাজের তথা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে।
বক্তব্য রাখেন, উখিয়া সদর বণিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির সওদাগর, জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, কোটবাজার-উখিয়া ফোর ষ্ট্রোক সিএনজি মালিক সমিতির সভাপতি রুহুল আমিন খাঁন, ফলিয়াপাড়া যুব উন্নয়ন সমবায় সমিতি লি: এর সভাপতি আনিসুল ইসলাম, মরিচ্যা-খুনিয়াপালং ফোর ষ্ট্রোক সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমবায় সমিতি’র জাফর আলম।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলভী শফিউল আলম, ত্রিপিটক পাঠ করেন মনোরঞ্জন বড়ুয়া, গীতা পাঠ করেন সুমন শীল। সঞ্চালনা করেন, উখিয়া উপজেলা শিক্ষক-কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সভাপতি শিক্ষক মেধু কুমার বড়ুয়া।





চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে
নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী
উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩