শনিবার ● ২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত
গাজীপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত
ষ্টাফ রিপোর্টার :: ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ পালিত হয়েছে।
আজ ২ নভেম্বর শনিবার সকালে দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে গাজীপুরের পিটিআই সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এ দিবস পালন করা হয়। শুরুতে পিটিআই প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।।
গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
সভায় স্বাগত বক্তব্য দেন গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আইরিন খানম।
আরো বক্তব্য দেন, গাজীপুরের এডিশনাল পুলিশ সুপার (এএসপি) গোলাম সবুর, গাজীপুর সদর উপজেলা চেযারম্যান এডভোকেট রীনা পারভীন, বীর মুক্তিযোদ্ধা মো. মহর আলী, গাজীপুর জেলা সমবায় ইউনিয়নের সহ-সভাপতি মো. কামাল উদ্দিন ও মো. নূরুল ইসলাম প্রমুখ।
পরে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি গাজীপুর সদর উপজেলার সমবায় সমিতি সফল হওয়ায় গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আলহাজ্ব প্রকৌশলী মো. ইব্রাহীমের খলিলের হাতে ক্রেস্ট তুলে দেন।
এর আগে সকালে পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ